রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

শীতে ত্বক তারুণ্যদীপ্ত রাখবেন যে ৪ উপায়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪ বার

শীত নামছে। গ্রামাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে উত্তরের জেলা পঞ্চগড়ে টানা তিনদিন ধরে কমছে রাতের তাপমাত্রা। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। ডিসেম্বর মাস থেকে সারা দেশে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শীতে বাতাসের আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেকটা কম থাকে। এ কারণে ত্বক শুষ্ক থাকে। আর্দ্রতা হারিয়ে ত্বক হয়ে পড়ে মলিন। তবে একটু সচেতনতা ও যত্নের মাধ্যমে খুব সহজেই শীতকালে ত্বক স্বাস্থ্যকর রাখা সম্ভব। দামি প্রসাধনী নয় বরং ঘরোয়া টুকিটাকি সরঞ্জাম ব্যবহার করেই ত্বককে রাখা যায় তারুণ্যদীপ্ত।

শীতে ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন।

শীতে ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন।

ময়েশ্চারাইজার: শীতের শুষ্কতার হাত থেকে ত্বক বাঁচাতে ময়েশ্চারাইজার জরুরি। এ সময় ত্বক স্বাস্থ্যকর রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। বাজারের ময়েশ্চারাইজার ছাড়াও খাঁটি নারিকেল তেল বা অলিভ ওয়েল ব্যবহারেও অনেক ভালো ফলাফল পাওয়া য়ায়।

নারকেল তেল
যাদের ত্বক শুষ্ক তারা একটু দুধের সঙ্গে বেসন মিশিয়ে ক্লিন করে নিতে পারেন। ঘরোয়াভাবে ময়েশ্চারাইজার ত্বকে ধরে রাখতে চাইলে ডিমের কুসুমের সঙ্গে আলুর রস আর ময়দা মিশিয়ে প্যাক আকারে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহারেই ত্বক ময়েশ্চারাইজড হতে শুরু করে।

ফেস প্যাক: শীতে ত্বক ভালো রাখতে ফেস প্যাকের জুড়ি নেই। সপ্তাহে অন্তত দুইবার দুধের সর, মধু ও বেসনের মিশ্রণ ব্যবহারে ত্বকের আদ্রতা বাড়বে। পাশাপাশি এটি ত্বকের উজ্জলতা বাড়াতেও সাহায্য করবে। এছাড়া টক দই ,বেশন ও হলুদের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।

একটি ডিম ভেঙে হলুদ অংশটা আলাদা করে একটি পাত্রে রাখুন। এবার সাদা অংশটা ভাল করে ফেটিয়ে নিন। এতে এক টেবিল চামচ তাজা দই যোগ করুন। উপাদানগুলি এক সঙ্গে মিশ্রিত করুন। এই মিশ্রণের একটি সমান স্তর সারা মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি ছেড়ে দিন। শুকনো হয়ে গেলে এটি জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাবও দূর হয়ে যাবে।

কুসুম গরম পানির ব্যবহার: শীতে অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করা উচিৎ নয়। এতে ত্বক আরও রুক্ষ হয়ে যেতে পারে। এজন্য হালকা বা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। এছাড়া অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এতে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ডায়েট ও শরীরচর্চা: ত্বক সুন্দর রাখার আরেকটি উপায় হলো নিয়মিত ডায়েট মেনে চলা ও ব্যায়াম করা। ত্বকের যত্নে নিয়মিত পানি পান অত্যন্ত জরুরি।

nutrition and exercise

নিয়মিত পানি পান শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে দিতে সাহায্য করে। পানির পাশাপাশি খাবারের তালিকায় অতিরিক্ত তৈলাক্ত ও চর্বি পরিহার করতে হবে। খাবারের তালিকায় অতিরিক্ত আমিষ না রেখে শাক-সবজির পরিমাণ বাড়াতে হবে। সবুজ শাক-সবজির ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে ভীষণ কার্যকর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com