

ববিতা
বাড়ির ছাদ শুধু নয়, পুরো বাড়িই গাছগাছালিতে ভর্তি করে ফেলেছেন ববিতা। আরও রয়েছে ময়না, টিয়া, কাকাতুয়া, লাভবার্ডসহ নানা পাখি।
আফজাল হোসেন
আর্ট কলেজে পড়ার সূত্র ধরেই আঁকাআঁকির চর্চা অভিনেতা আফজাল হোসেনের। রঙতুলির জাদুর স্পর্শে একান্ত আপন ভুবনে প্রায়ই হারিয়ে যান। শুধু ছবি আঁকা নয়; লেখালেখি, ছবি তোলা, রান্না করাও তার অন্যতম শখ। ছবি আঁকার প্রতি আগ্রহ থেকেই ভর্তি হন ঢাকার আর্ট কলেজে। কিন্তু আর্ট কলেজে পড়ার সময় থেকেই মাথায় চাপে থিয়েটারের ভূত। তার পর থেকে ধীরে ধীরে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়া। কিন্তু একসময় ছবি আঁকাকেই পেশা হিসেবে নেবেন বলে ভাবতেন তিনি। এ মুহূর্তে নির্মাণ, প্রযোজনা সংস্থা, নিজের অভিনয়, উপস্থাপনা ও লেখালেখির কাজে তুমুল ব্যস্ত এ অভিনেতা। তবে ব্যস্ততার মাঝেও তার শিল্পীমন পড়ে থাকে সাদা শূন্য ক্যানভাসে। যখনই সময় পান, ছবি আঁকেন, নিজের ভাবনাকে বেঁধে রাখেন নানা রঙের ফ্রেমে।
শাকিব খান
বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্য চলচ্চিত্র শুধু পেশা নয়, নেশা। তিনি বলেন, ‘আমার শখ ছিল সিনেমায় অভিনয় করার, এখন তা নেশায় পরিণত হয়েছে। আমি চাই বাংলা সিনেমা বিশ্বদরবারে সম্মানের সঙ্গে স্থান পাক।’ গাড়ির শখ শাকিব খানের।
শাহরুখ খান
গেম নিয়ে যিনি সিনেমা বানিয়েছেন, গেমের প্রতি তার আগ্রহ থাকবে না, তা কী করে হয়? নতুন কোনো ভিডিও গেম এলেই তা খেলতে ঝাঁপিয়ে পড়েন বলিউড বাদশাহ। এমনকি নিজের বাড়ি ‘মান্নাত’-এ পুরো একটি কক্ষ বরাদ্দ আছে শুধু তার ভিডিও গেমের সংগ্রহ নিয়ে।
আব্দুন নূর সজল
অভিনেতা আব্দুন নূর সজলের শখ হচ্ছে ক্যাসেট সংগ্রহ করা। তার ঘরের একটি বড় জায়গাজুড়ে রয়েছে বিভিন্ন গানের ক্যাসেট। সজল এ প্রসঙ্গে বলেন, ‘আমি ছাত্র অবস্থা থেকে প্রচুর গান শুনতাম। ক্যাসেট সংগ্রহের প্রতি আমার একটি দুর্বলতা রয়েছে। এখন তো আর ক্যাসেটের যুগ নেই। তবে কোথাও কারও কাছে ক্যাসেট পেলে আমি চেয়ে নিয়ে নিই।’
পরীমণি
পরীমণির পোষ্য রাখার শখ আগে থেকেই। কুকুর তার ভীষণ পছন্দ। পরী জানান, ছোটবেলা থেকেই পোষা প্রাণী রাখা অন্যতম শখ। তবে শখের বশে প্রাণী পোষা কঠিন বলেও জানান। কারণ পোষা প্রাণীর প্রতি দায়িত্বশীল না হয়ে পোষা প্রাণী রাখা যায় না। তবে এ দায়িত্ব পালনে তার কোনো কষ্ট নেই। বরং এ নিঃস্বার্থ ভালোবাসায় তিনি খুঁজে পান অনাবিল আনন্দ।
আশনা হাবিব ভাবনা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার শখের শেষ নেই! তবে জুতার প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে। এ ছাড়া তিনি নানা রকমের মূর্তি সংগ্রহ করেন। বিভিন্ন রকমের শোপিস সংগ্রহও তার শখের মধ্যে অন্যতম। ভাবনা বলেন, ‘জুতার প্রতি অন্যরকম ভালো লাগা আছে। যেখানে যাই, সেখান থেকেই জুতা সংগ্রহ করি। এ ছাড়া নানা রকমের মূর্তিও সংগ্রহের চেষ্টা থাকে।’
তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। তাকে মাঝে মাঝেই দেখা যায় নানা দেশের নানা স্থান থেকে সেলফি আপলোড দিতে। ভ্রমণ করাই তার শখ। তিশা বলেন, ‘কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। এর পরও সময় পেলেই ট্রাভেলিংয়ে বের হই। দেশ ও দেশের বাইরের দর্শনীয় স্থানে ঘুরতে আমার ভালো লাগে।’
আমির খান
বলিউড অভিনেতাদের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে সবচেয়ে বেশি গোপনীয়তা বজায় রাখেন আমির খান। যে কারণে অনেকেরই জানা নেই আমির খানের শখের ব্যাপারে। অবসর সময়ে ড্রামস বাজাতে পছন্দ করেন এই ‘পারফেকশনিস্ট’।
সালমান খান
সালমান খানের পরিচয় পর্দায় ‘ভাই’ হিসেবেই। কিন্তু পর্দার আড়ালে তার পরিচয় শখের আঁকিয়ে হিসেবে। নিজের আঁকা ছবি সহকর্মীদের উপহার হিসেবে দিতেও দেখা গেছে তাকে।
আলিয়া ভাট
সিনেমায় নাম লেখানোর আগে থেকেই আঁকাআঁকির প্রতি দুর্বলতা ছিল আলিয়া ভাটের। সিনেমায় নিয়মিত মুখ হওয়ার পরও ক্যানভাসের সামনে দাঁড়িয়েছেন। ২০১৮ সালে সিনেমার প্রচারণায় এসে নিজের শখের কথা সবাইকে জানান আলিয়া। নিজেকে আরও ঝালিয়ে নিতে শিক্ষকের কাছেও তালিমও নিয়েছেন। সময় পেলে এখনও বসে পড়েন নিজের শখ পূরণ করতে।
আনুশকা শর্মা
আনুশকা শর্মার প্রকৃতিপ্রেম নিয়ে হয়তো আপনার জানা আছে। শখের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি, প্রকৃতির মধ্যেই তার শান্তি। তিনি বেছে নিয়েছেন বাগান করার শখ। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন বিশাল বাগান, যার পুরোটা জুড়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ। আনুশকা আর বিরাট কোহলি দুজনে মিলেই নিয়মিত পরিচর্যাকরেন গাছপালার।