২০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
গতকাল রোববার টুইটারে পোস্ট করে নিজেই এ তথ্য জানান অমিতাভ। তিনি লিখেছেন- ‘সৃষ্টিকর্তার কৃপা, বাবা-মায়ের আশীর্বাদ এবং নিকটজন ও বন্ধু-ভক্তদের দোয়ায়… এবং নানাবতীতে দারুণ সেবাযত্নের কারণেই আজ আমি এমন একটি দিন পেলাম।’
গত ১১ জুলাই রাতে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় অমিতাভকে। এর কয়েকঘণ্টা পর ভর্তি হন তার ছেলে অভিষেকও। ১৭ জুলাই পুত্রবধু ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যকেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জুলাই তারা বাড়ি ফেরেন।
অমিতাভ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এখনও হাসপাতালে। রোববার তিনিও টুইট করেন। লিখেছেন- ‘আমার কোভিড-১৯ এখনও পজিটিভ, ফলে হাসপাতালেই থাকতে হচ্ছে।’