উপস্থাপিকা থেকে নায়িকা। এরপর গায়িকা। প্রথম গান ‘পটাকা’, মুক্তি পেয়েছে ২০১৮ সালে। গানটি দিয়ে শোবিজ পাড়ায় বেশ আলোচিত হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বছরেরও বেশি সময় পর আজ আবারও গায়িকা হয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন এই চিত্রনায়িকা। গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’।
ফারিয়ার ভাষ্য, ‘গানটির কম্পোজিশন করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি। সুর-সংগীতের পাশাপাশি আমার সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। এর শুটিং হয়েছে গত ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানের জয়পুরে। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব। গানটার মধ্যে একটা ভিন্ন প্যাটার্ন রয়েছে। এই নতুনত্ব আসলে গতানুগতিক না। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
ফারিয়া বলেন, ‘শুধু যে বিয়ের শপিং করতে দুবাই গিয়েছি তা বলা যাবে না। অবসর কাটানোর জন্য সেখানে গিয়েছিলাম। করোনার কারণে অনেকদিন ঘরবন্দি ছিলাম। তাই একটু ঘুরতে যাওয়া। আর এই সুযোগে বিয়ের শপিংও করে ফেললাম।’
বিয়ের তারিখ কি ঠিক হয়েছে? উত্তরে ফারিয়া বলেন, ‘না এখনও ঠিক হয়নি। করোনার কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে দিনক্ষণ চূড়ান্ত করা যাচ্ছে না। কারণ আমাদের অনেক আত্মীয়-স্বজন দেশের বাইরে আছেন। এই সময় বিয়ের আয়োজন করলে অনেকেই আসতে পারবে না। তাই একটু সময় নিচ্ছি। সব কিছু নরমাল হোক। এরপর ঘটা করে সবাইকে আমন্ত্রণ জানাবো।’