জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। আজ সকাল সাড়ে ৬টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন জয় নিজেই।
তিনি বলেন, ‘বাবাকে হারালাম। আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।’
শাহরিয়ার নাজিম জয় আরও জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।
এদিকে, জয়ের পিতৃবিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন তার শোবিজের সহকর্মী ও বন্ধুরা। সেখানে জয় ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।