দোকানে ঢুকে অর্থকড়ি লুট করছিলেন এক ডাকাত। এরই মধ্যে হঠাৎ দোকানের ব্যবস্থাপকের কাছে চিকেন নাগেট খেতে চান তিনি। কিন্তু ওই সময় চিকেন নাগেট ছিল না। শেষমেশ ম্যাকমাফিনের বিনিময়ে দফারফা করতে হয়েছে ক্ষুধার্ত ডাকাতের সঙ্গে। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ম্যাকডোনাল্ডসের
একটি আউটলেটে। ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রুডি ব্যাটেন নামে ২২ বছর বয়সী এক যুবক নকল আগ্নেয়াস্ত্র হাতে ম্যাকডোনাল্ডসের ওই আউটলেটে ঢুকেছেন। আউটলেটের ব্যবস্থাপকের মাথায় সেই আগ্নেয়াস্ত্র ধরে লুটে নিলেন অর্থকড়ি।
এর পর বেরিয়েই যাচ্ছিলেন রুডি। হঠাৎ তিনি ব্যবস্থাপকের কাছে চিকেন নাগেট চেয়ে বসেন। কিন্তু তখন সকাল ৭টা। ওই সময় ম্যাকডোনাল্ডসের খাবারের মেন্যুতে চিকেন নাগেট ছিল না। তাই ম্যাকমাফিন দিয়েই ডাকাতকে শান্ত করতে হয়েছে। পরে অবশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে রুডি ব্যাটেনকে ঠিকই ধরে ফেলে পুলিশ। স্থানীয় একটি আদালত তাকে ছয় বছরের কারাদ- দিয়েছেন।