চ্যাটজিপিটি দিয়ে ভুয়া খবর তৈরি করে গ্রেপ্তার হলেন চীনের গানসু প্রদেশের এক বাসিন্দা। তিনি ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত একটি খবর তৈরি করতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। এটিই কমিউনিস্ট দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রথম গ্রেপ্তার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়, গত ২৫শে এপ্রিল ওই ভুয়া খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন ওই ব্যক্তি। মুছে ফেলার আগ পর্যন্ত এতে ১৫ হাজারের বেশি ক্লিক পড়েছিল। ওই ভুয়া খবরে দাবি করা হয় যে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসুতে ট্রেন দুর্ঘটনায় নয় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। চীনের আইনে এ ধরণের ভুয়া কন্টেন্ট তৈরি করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনলাইন কনটেন্ট পরিবর্তন করে নতুন কিছু তৈরিও নিষিদ্ধ দেশটিতে।
ব্লগ প্লাটফর্ম বাইজিয়াহাও-এর ২৫টি একাউন্ট থেকে এই ভুয়া খবর শেয়ার করা হয়। পুলিশ জানিয়েছে, সবগুলো একাউন্টে আলাদা আইপি এড্রেস থেকে লগইন করা হয়েছে।
তবে পরে খুঁজে দেখা যায় যে, সবগুলো একাউন্টের সঙ্গে ‘হং’ নামে এক ব্যক্তি যুক্ত। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আরও তদন্ত চালাচ্ছে চীনের পুলিশ।