শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, আহত ১৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৮ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন।। স্থানীয় সময় শনিবার (১৭ মে) শনিবার রাতে এ ঘটনার পর ব্রুকলিন ব্রিজ প্রায় ৪০ মিনিটের মতো বন্ধ ছিল, পরে আবার তা খুলে দেওয়া হয়।

জাহাজটিতে ২৭৭ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলে নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা ‘গুরুতর’।

পরে এই দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।

ভিডিওতে দেখা যায়, তিনটি বড় মাস্তুলবিশিষ্ট ‘কুয়াওতেমক’ নামের জাহাজটির উপরের অংশ ব্রিজের নিচের ডেকে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে মাস্তুলগুলো ভেঙে পড়ে যায় এবং সেগুলোর কিছু অংশ নদীতে এবং জাহাজের ডেকের ওপর পড়ে। ভিডিওর কিছু দৃশ্যে মাস্তুলে ঝুলে থাকা লোকদেরও দেখা যায়।

এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “আমরা একজনকে ঝুলতে দেখছিলাম। প্রথমে বুঝতে পারছিলাম না ঠিক কী দেখছি। পরে ফোনে জুম করে দেখি, একজন মানুষ নিরাপত্তা দড়িতে ঝুলে আছেন। উদ্ধার করতে ১৫ মিনিটের মতো সময় লাগে।”

মেক্সিকান নৌবাহিনী জানায়, দুর্ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি আর যাত্রা চালিয়ে যেতে পারছে না। ‘কুয়াওতেমক’ নামের এই প্রশিক্ষণ জাহাজটি প্রায় ২৯৭ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। এটি নৌ-অ্যাকাডেমির ক্যাডেটদের জন্য এক দীর্ঘ প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে যাত্রা শুরু করেছিল।

সংবাদমাধ্যমটি বলছে, প্রতিবছর ক্লাস শেষের পর এই জাহাজটি সমুদ্রপথে ক্যাডেটদের নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বন্দরে ভ্রমণ করে। এবছর এটি ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে ২৭৭ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করে।

জাহাজটির ১৫টি দেশের ২২টি বন্দর সফরের কথা ছিল, যার মধ্যে জামাইকার কিংস্টন, কিউবার হাভানা, মেক্সিকোর কোজুমেল এবং নিউইয়র্কও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com