বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশ না নেওয়ার নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার

নির্বাচনী কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে ফেডারেশনগুলোকেকে চিঠি দিয়েছে তারা। এনএসসির পক্ষে পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে এনএসসি উল্লেখ করেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধূলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।’

এতে বলা হয়, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রচারণাকালে জাতীয় ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম অংশ নেওয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।

এনএসসি আরও বলেছে, জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট দুটি বার্তা দিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারবে না। খেলোয়াড়দেরকে কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। ফেডারেশনগুলোর পাশাপাশি খেলোয়াড়দেরও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে, এর ব্যতয় ঘটলে ক্রীড়ার সুস্থ পরিবেশ কলুষিত হতে পারে যা একেবারেই অনভিপ্রেত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com