বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

এবার ডেনমার্কেও কিশোরদের সামাজিক মাধ্যমে বিধিনিষেধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার

অস্ট্রেলিয়া এই সপ্তাহে ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম ধরণের নিষেধাজ্ঞা কার্যকর করার পর এবার ডেনমার্কও ১৫ বছরের নিচের শিশুদের জন্য একই ধরনের কঠোর সীমাবদ্ধতা আনার পরিকল্পনা করছে। এই আইন ২০২৬ সালের মধ্যভাগে কার্যকর হতে পারে।

ডেনমার্ক সরকার বলেছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো শিশুদের সাইবারবুলিং, গ্রাফিক কনটেন্ট এবং অন্যান্য অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া। ডেনমার্ক সরকারের তথ্য অনুযায়ী, বর্তমান বয়সসীমা থাকা সত্ত্বেও ১৩ বছরের নিচের প্রায় ৯৮% শিশু সামাজিক মাধ্যম ব্যবহার করছে, এবং ১০ বছরের নিচের প্রায় অর্ধেক শিশু অনলাইনে সক্রিয়।
ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলিন স্টেজ জানিয়েছেন, বাস্তব জগতে যেমন বাউন্সার থাকেন পার্টি বা জনসমাগমে বয়স যাচাইয়ের জন্য, অনলাইন জগতে তা নেই তাই শিশুদের সুরক্ষার জন্য এই বিধিনিষেধ প্রয়োজন।

অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের নিচের শিশুদের অ্যাকাউন্ট অপসারণে ব্যর্থ হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ($৩৩ মিলিয়ন) জরিমানা করা হতে পারে। ডেনমার্কও একই ধরনের পথ অনুসরণ করে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com