

মূলধারার রাজনীতিক ও কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট এট লাজ এটর্নি মঈন চৌধুরীর ‘দ্যা রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশীপ’ গ্রন্থের প্রকাশনা উৎসব আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। স্বপ্নের আমেরিকায় প্রবাসীদের জীবনযাত্রা, বৈধতার দীর্ঘ সংগ্রাম ও নাগরিকত্ব অর্জনের দীর্ঘ পরিক্রমা নিয়ে তার লেখা বইটিতে অনেক তথ্যের সংযোজন হয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মঈন চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশার সাথে জড়িত। তিনি বাংলাদেশি ল’ সোসাইটিরও উপদেষ্টা। কমিিউনিটির বিশিষ্ঠজনেরা বইটির উপর আলোচনা করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে।