বরিশাল অঞ্চলের ভাষা ‘দাদো’। বেশ প্রচলিত একটি শব্দ। এবার এই নামেই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। খলিলুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। সম্পূর্ণ বরিশালের ভাষায় গ্রামীণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে এতে।
‘দাদো’র গল্প প্রসঙ্গে নির্মাতা আদিত্য জানান, পটুয়াখালী জেলার সদর থানার মাদার বুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খকর উদ্দিন হাওলাদার ফকু। তার বাড়ির কাজের লোক ৩০/৩২ বছর বয়সী দাদো। সন্ধ্যা হলেই দাদো এক গামলা ভাত নিয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে নিজ হাতে প্যারালাইজড মাকে খাওয়ায়। গ্রামের আরেক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সোহাগী। দাদোকে সে ভালোবাসে, দাদোও সোহাগীকে পছন্দ করে। গ্রামের আরেক বিচিত্র লোক মুজা পাগলা। বাঁশের মাথায় কাঁচি ঢুকিয়ে মুজা পাগল সেই লাঠি কাঁধে নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ায়। মুজা চেয়ারম্যানের ষড়যন্ত্রের শিকার। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।
নির্মাতা আরও জানান, আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায় ‘দাদো’ প্রচার হবে নাগরিক টেলিভিশনে।