দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। গতকাল বলিউড অভিনেতা সাইফ আলি খানের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনে এই শুভ সংবাদ জানান সাইফ-করিনা দম্পতি।
সাইফের বোন সোহা আলি খানও ইনস্টাগ্রামে সাইফের একটি ছবিতে ‘দ্য কোয়াডফাদার’ লিখে পোস্ট করেছেন।
যৌথ বিবৃতিতে কারিনা ও সাইফ বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। ভালোবাসা ও সমর্থনের জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’
সাইফ ও কারিনাকে ভক্তরা ‘সাইফিনা’ নামে ডাকতেই ভালোবাসে। ‘তাশান’ ছবির সেটে তাদের বন্ধুত্ব ও প্রেম হয়। ২০১২ সালে তারা বিয়ে করেন। আর ২০১৬ সালে তাদের পুত্র তৈমুরের জন্ম হয়।