ভালোবাসার টানে দেশের সীমানা অতিক্রম করে ভারতে ছুটে গেলেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। দীর্ঘ অপেক্ষার পর ১৫ আগস্ট কলকাতায় গিয়ে সৃজিত মুখার্জির দেখা পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সৃজিত মুখার্জি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করে এই তথ্য জানান। ক্যাপশনে এই পরিচালক লিখেছেন- ১৯৪৭ সালে ঘৃণার কারণে মানুষ সীমান্ত পেরিয়ে গিয়েছিল। ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার দুজন মানুষ ফের সীমানা পার হলেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে- পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতে গিয়েছেন মিথিলা। তার সঙ্গে রয়েছেন কন্যা আইরা। যাবতীয় নিয়ম মেনেই তারা সীমানা পার হন। ভারতের সীমানায় অপেক্ষা করছিলেন সৃজিত। এর পর প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন সৃজিত।