দেশের শীর্ষ ক্রিকেটারদের আন্দোলনের পর বিশ্ব ক্রিকেট থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। তবে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলে ভারত সফরে যাওয়ার পর এক জয়েই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে রাজকোটে আজ আরেকটি জয় পেলে ইতিহাসের নতুন অধ্যায়ে নাম লেখাবে বাংলাদেশ। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘মহা’র কারণে ম্যাচটি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গতকাল ঘূর্ণিঝড় ‘মহা’র কারণে রাজকোটে বৃষ্টিপাত হয়েছে। তবে যেমনটা ধারণা করা হয়েছিল, তেমনটা হয়নি। সকাল থেকে ঝকঝকে আকাশ। তবে আশঙ্কা রয়েই যাচ্ছ। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে, সন্ধ্যার আগ পর্যন্ত সাইক্লোন মহার প্রভাব মুক্ত না রাজকোট।
এর আগে প্রথম ম্যাচে দিল্লির দূষণে ম্যাচ বাতিলের আশঙ্কা ছিল। কিন্তু তেমনটা হয়নি। দূষণের মাঝেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ৭ উইকেটের বড় জয় তুলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। দেশের দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবালকে ছাড়া মাহমুদুল্লাহর নেতৃত্ব ও মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় ভারতের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে টাইগারার। আজ দলের টপ অর্ডারে লিটন দাস ও সৌম্য সরকারের থেকে আরো ভাল পারফর্মেন্সের অপেক্ষায় গোটা দল।
টাইগার বোলিং বিভাগকে ভরসা দিচ্ছেন শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। প্রথম ম্যাচে ভারতকে রীতিমতো চাপে রেখেছিলেন এই দুই বোলার। আগের ম্যাচে দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমান সেরা ফর্মে না থাকলেও দ্বিতীয় ম্যাচে তার সেরাটা পাওয়ার অপেক্ষায় দল। প্রথম ম্যাচে তার ঝুলিতে কোনো উইকেট আসেনি। তাছাড়া আফিফ হোসেন ও আল আমিনের সাথে সৌম্যও রয়েছেন বোলিং অপশনে।
অপরদিকে প্রথম ম্যাচে হেরে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই ভারতের কাছে। প্রথম ম্যাচে কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দূরন্ত ছন্দে থাকা রোহিত শর্মাও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভরসা দিতে পারেননি। একমাত্র একটু লড়াই দিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান। কিন্তু বড় রানের লক্ষ্যমাত্র রাখতে পারেনি তার একার ব্যাটিং।
প্রথম ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথম টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন শিভম দুবে। কিন্তু বাজিমাত করতে ব্যর্থ হন তিনি ।
ভারতে ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংয়েও ভারত প্রথম ম্যাচে আশানুরূপ সাফল্য পায়নি। ফাস্ট বোলার খলিল আহমেদ অনেক রান দিয়েছেন ডেথ ওভারে। তিনিও তার সেরা ফর্মে ফিরতে চাইবেন। স্পিনার যুজবেন্দ্র চাহাল প্রথম ম্যাচে বাকিদের থেকে ভাল বল করেছেন। কিন্তু নিয়মিত বাংলাদেশকে ধাক্কা দিতে পারেননি।