ঘূর্ণিঝড় বুলবুল প্রায় পৌঁছে গেছে বাংলাদেশে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নং বিপদসঙ্কেত ও মোংলা-পায়রা বন্দরে ১০ নম্বর মহবিপদ সঙ্কেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে আজ শনিবার সন্ধ্যার আগে পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্রগ্রাম বন্দরকে ০৯ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে…
ঘূর্ণিঝড় #বুলবুল আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ- খুলনা উপকূল( সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় অতিক্রম কালে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ১০০-১২০কি মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে নিম্নে উল্লেখিত দ্বীপ ও চরসমুহ ৫-৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।