মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করলেন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪২৬ বার

নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মাহফুজুর রহমান। এক দশক আগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারীদের একজন মাহফুজুর রহমান এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠা লগ্নে গৃহিত গঠনতন্ত্র যা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাথে সাজুশ্য রেখে তৈরী হয়েছিলো তা থেকে ক্রমেই সরে আসায় নীতিগত কারনে ক্লাবের সাথে সম্পর্ক রাখা তার পক্ষে আর সম্ভব নয়। সর্বশেষ সাধারন সভায় ক্লাব পরিচালনায় গঠনতন্ত্র অনুসরন বিষয়ে মতদ্বৈতার বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্লাবের সাধারন সদস্য হিসাবে তার অধিকার ক্ষুন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, পরিবর্তিত গঠনতন্ত্রকে (যদিও তা পূর্ববর্তী সাধারন সভায় গৃহিত বলে দাবীকৃত কিন্তু যা প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্রের সুস্পষ্ঠ লংঘন) অনুসরন করে সংগঠন পরিচালনার সাথে তিনি কোনভাবেই সহমত পোষন করেন না। সার্বিক পরিস্থিতিতি বিবেচনায় নীতিগত অবস্থান থেকে তাই মাহফুজুর রহমান নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্ণমালা‘র সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য মাহফুজুর রহমান আরো বলেন, ক্লাব পরিচালানার নীতিমালার সাথে তার তার দ্বিমতের বিষয় এবং সম্পর্ক ছিন্ন করার ঘটনাটি কোন বিদ্বেষপ্রসূত বিষয় নয় এবং তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। -বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

2 thoughts on "নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করলেন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান"

  1. geliems says:

    Buy generic cialis online cheap cialis online viagra rap buy cialis online

  2. Phicabuh says:

    Buy online cialis cialis cheap cialis online us cialis generic vaistas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com