বুবলী কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলীকে! মা হচ্ছেন বুবলী! এমন শিরোনামে অনেকবার গণমাধ্যমের খবর হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কারণ গুঞ্জনও উঠেছিল অন্তঃসত্ত্বা হয়ে আমেরিকায় গেছেন বুবলী। আর এখনকার খবর সেখানেই মা হয়েছেন এই অভিনেত্রী। দুদিন ধরে এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে শোবিজ অঙ্গনে। চলচ্চিত্রপাড়ায় বেশ কানাঘুষা চলছে বিষয়টি নিয়ে। যদিও এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
তবে বুবলীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনই এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, কিছুদিনের মধ্যেই দেশে এসে সবার সামনে আসবেন তিনি। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘বীর’ ছবিতে বুবলীর মুটিয়ে যাওয়া দেখে তখন খবর চাউর হয় মা হচ্ছেন বুবলী। তখন তিনি বলেছিলেন, ‘পুরো সমস্যাটাই তৈরি হয়েছে পোশাক এবং ক্যামেরার জন্য। ক্যামেরা এমনভাবে ধরা হয়েছে, যার কারণে এ অবস্থা তৈরি হয়েছে। শুটিংয়ের সময় যারা ছিলেন, তাদের কারণে অনেকেই এ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।’ এর পর বিষয়টি থেমে গেলেও সম্প্রতি আবারও শুরু হয়েছে কানকথা।
কেউ কেউ বলছেন, বুবলী করোনা ভাইরাসের কারণে দেশে আসতে পারছেন না। তিনি সেখানে মা হয়েছেন। যদিও তার পরিবারের পক্ষ থেকে কয়েকদিন আগেও বলা হয়েছিল, তিনি বাসাতেই আছেন। তবে পরিবারের ঘনিষ্ঠজনরা বলেছেন, মিথ্যা। বুবলী দেশে নেই।
শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন বুবলী। কাজ এবং কাজের বাইরে যেখানেই শাকিব খানকে দেখা যেত, সেখানেই পাওয়া যেত বুবলীকে। শাকিব খান যদি অন্য নায়িকার সঙ্গে দেশের বাইরে কাজ করতে যেতেন, সেখানেও বুবলীকে দেখা গেছে। এমনকি শাকিব খান যখন অপু বিশ্বাসকে তালাক দিয়ে টানা এক মাসেরও বেশি সময় ব্যাংককে শুটিং করছিলেন, তখনো একই হোটেলে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।
বুবলীর ক্যারিয়ারের এগারোটি ছবির দশটিই করেছেন শাকিবের সঙ্গে। যার ফলে জুটির বক্স অফিস সাফল্যও এক রকম সন্তোষজনক। বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছিল, তখনই খুঁজে পাওয়া যায়নি তাকে। ‘বীর’ ছবির প্রচারণা, মুক্তি কোনো মুহূর্তেই পাওয়া যায়নি। যা আগে কখনো তিনি করেননি। আর এ ঘটনায় চিত্রপুরীর অনেকেই অপু বিশ্বাসের উদাহরণ টানছেন। দীর্ঘদিন অজ্ঞাতবাসের পর হঠাৎ করেই সন্তান কোলে ক্যামেরার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।
শাকিব খান-বুবলীকে নিয়ে কম গুঞ্জন হয়নি চলচ্চিত্রপাড়ায়। বীর ছবির শুটিং করেছেন কড়া নিরাপত্তায়, এমনকি দরজা বন্ধ থাকত মেকআপ রুমেরও। শুটিং শুরু হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বের করে দেওয়া হতো। সে সময়ও প্রশ্ন উঠেছিল- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনই বা বুবলী নিজেকে আড়ালে রাখতে চাইছেন? শুধু আড়াল নয়, তার পোশাক-পরিচ্ছদও ছিল বেশ সন্দেহজনক। গুঞ্জনে হাওয়া লাগে যখন শোনা যায় ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলীর অংশের শুটিং তিনি অনুরোধ করে আগেই শেষ করেছেন। কারণ তিনি নাকি এর পর দীর্ঘ বিরতিতে যাবেন। কয়েক মাসের জন্য পাড়ি জমাবেন বিদেশে। নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠ প্রযোজক জানিয়েছেন, ২৫ হাজার ডলার দিয়ে বুবলীকে আমেরিকা পাঠানো হয়েছিল।