কানের দুল ফেরত পেতে পুরস্কার ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে তিনি তার দুল খুঁজে পেতে সবার সহায়তা চান। একইসঙ্গে যে হারিয়ে যাওয়া দুল খুঁজে পেয়ে ফেরত দিবেন তাকে পুরস্কার দেয়ারও প্রতিশ্রুতি দেন অভিনেত্রী।
জুহি লেখেন, সকালে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের গেট ৮ এর দিকে যাওয়ার সময়, ড্রাইভওয়ের, প্রানাম বগিতে যখন আমি আমিরাত কাউন্টারে চেক ইন করছিলাম তখন কোথাও আমার হীরার দুলটি পড়ে গেছে।
যদি কেউ এটি খুঁজে পেতে আমাকে সহায়তা করেন খুব উপকৃত হবো। দুলটি কেউ খুঁজে পেলে দয়া করে পুলিশকে জানান। আর দুলটি যিনি খুঁজে পাবেন তাকে পুরস্কৃত করতে পারলে আমি খুব খুশী হবো।