আসছে নতুন বছর। করোনার কারণে এ বছর পুরো বিনোদন বিশ্ব ছিল স্থবির। তার পরও তারকাদের জীবন তো আর থেমে থাকেনি। ২০২০ সালে নতুন ছবি মুক্তি না পেলেও তারকারা নতুন সংসার শুরু করেছেন। হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার খবর নিয়ে এ আয়োজন…
নিক ক্রল-লিলে কোয়ানং
গত ১১ নভেম্বর বিয়ে করেছেন ‘বিগ মাউথ’ নির্মাতা নিক ক্রল ও আর্কিটেক্ট লিলে কোওয়ানং। আনুষ্ঠানিক বিয়ের পোশাকে সমুদ্রের তীরে এ দম্পতিকে ছবি দিতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে নিক সবার কাছে তাদের এই নতুন জীবনের যাত্রা শুরু করার জন্য প্রার্থনা কামনা করেন। নিক ডিসেম্বরে আরও একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বিশ্বব্যাপী মহামারীতে বিয়ে করা সহজ নয়!’
স্কারলেট জোহানসন-কলিন জোস্ট
অবশেষে বিয়ে করলেন ‘অ্যাভেঞ্জারস অ্যান্ড গেম’-এর তারকা স্কারলেট জোহানসন। তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কৌতুক অভিনেতা কলিন জোস্টকে বিয়ে করেছেন। অক্টোবরের শেষ দিকে নিজেদের একটি পারিবারিক অনুষ্ঠানে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
জন সিনা-শায় শারিয়াতজাদে
প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করলেন সময়ের জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা। ২৯ বছর বয়সী শায় শারিয়াতজাদের সঙ্গে এক বছরের বেশি সময় প্রেমের সম্পর্ক ছিল জন সিনার। অবশেষে তারা গত ১২ অক্টোবর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ফ্লোরিডার ট্যাম্পায় গাঁটছড়া বাঁধেন।
লরি ডেভিড-অ্যাশলি অ্যান্ডারউড
অবশেষে বিয়ে করলেন ৭৩ বছর বয়সী তারকা নির্মাতা ডেভিড। গত ৭ অক্টোবর অ্যাশলি অ্যান্ডারউডকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালে সাচা ব্যারন কোহেনের জন্মদিনের পার্টিতে তাদের দেখা হয়েছিল। এর পর চলতি বছরের এপ্রিলে নিউইয়র্ক টাইমসের কাছে ডেভিড অ্যান্ডারউডকে ভালোবাসার কথা জানান।
জুয়েল কোর্টনি-মিয়া স্কোলিংক
‘কিসিং বুথ’ তারকা জুয়েল কোর্টনি ও ২৩ বছর বয়সী মিয়া স্কোলিংক বিয়ে করেছেন চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। অ্যারিজোনার ফিনিক্সে সামাজিক দূরত্বে রঙহীন এক অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্কোলিংক ৪ ডিসেম্বর ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি প্রথম পোস্ট করেন। এর পর থেকেই ভক্ত-সহকর্মীদের কাছে থেকে অভিনন্দন পেতে থাকেন এই দম্পতি।
ফ্রাঙ্কে মুনিজ-পাইগে প্রাইস
‘মিডল ইন ইন দ্য মিডল’ তারকা ফ্রাঙ্কে মুনিজ ৩৫ বছর বয়সে এসে গত বছর প্রেমে পড়েন পাইগে প্রাইসের। চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। যেদিন তারা প্রথম দেখা করেছিলেন, এর চার বছর পূর্তি উপলক্ষে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।
পামেলা অ্যান্ডারসন-জন পিটারস
অভিনেত্রী ও প্রযোজক পামেলা অ্যান্ডারসন এবং জন পিটারস অবশেষে দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটালেন। চলতি বছরের জানুয়ারিতে গোপনে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। তবে দিনকয়েক পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের।