আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রী মডেল-অভিনেত্রী আফসানা চৌধুরী শিফা। ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী তিনি। বিয়ের বিষয়টি হাবিব নিজেই নিশ্চিত করেছেন।
হাবিব তার ফেসবুকে লেখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম, বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। আল্লাহ সবার মঙ্গল করুন।’
উল্লেখ্য, এটি হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামে একজনকে। প্রেমের সেই বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে নতুন সম্পর্কে আবদ্ধ হন হাবিব। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি।