করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পর আবারও মঞ্চ মাতাতে যাচ্ছেন নাগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস। আগামী ১২ মার্চ ২০০১ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাসরুম’র আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
রবিন বলেন, ‘সবশেষ গেল বছর ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিল নগর বাউল। এক বছর পর আবারও আমরা মঞ্চে ফিরছি। সব ঠিক থাকলে আগামী ১২ মার্চ মিরপুর ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে গান গাইবে নগর বাউল।’
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি নিজ উদ্যোগে করোনার টিকা গ্রহণ করেছেন জেমস।
জানা গেছে, এই কনসার্টে জেমসের পাশাপাশি মঞ্চের আসবেন ডি জে রাহাত। অনুষ্ঠানটির আয়োজন করছেন ফাহিমুজ্জামান ফাহিম, মাসুদ রানা, সিরাজুল আজাদ, নিশাত, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মাশরাতসহ অনেকেই।
তারা জানান, ‘আমাদের সবার প্রিয় নগর বাউল জেমস। আমরা যার গান শুনে উন্মাতাল হয়ে যেতাম। সেই গুরু আসছেন মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।’