সেরা ২০ সুন্দরী নিয়ে শুরু হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর গ্রুমিং পর্ব। চূড়ান্ত পর্বের বিচারকদের মাঝে এবার থাকছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
গ্রুমিং সেশনে প্রতিযোগীদের আত্মবিশ্বাস বাড়াতে রবিবার সন্ধ্যায় হাজির হন এই তারকা। সময় দেন সেরা ২০ সুন্দরীকে, বিশদ আলাপচারিতায় প্রকাশ পায় প্রতিযোগীদের নিয়ে তার আশা আর চিন্তাভাবনা। অনুপ্রেরণা জোগান প্রতিযোগীদের এবং উদ্বুদ্ধ করেন সামনে এগিয়ে যাওয়ার জন্য।
গ্রুমিং সেশনে মিম তার নিজ অভিজ্ঞতা থেকে প্রতিযোগীদের বেশ কিছু পরামর্শ দেন এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার কৌশল শেখান। গ্রুমিং সেশনে আরও যোগ দেন গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা।