শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

৪৯ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে দিল্লি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২০০ বার

তীব্র তাপদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা। এরইমধ্যে কোথাও কোথাও তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা তারো বেশি রেকর্ড হয়েছে।

তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না। ফলে অস্থির হয়ে উঠছে মানুষ। আর রোদের কারণে রাস্তায় বের হলে গায়ে লাগছে আগুনের তাপ।

রোববার দিল্লির সফদারজং মানমন্দিরে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় আর উত্তরপশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ৪৯ দশমিক ২ ও দক্ষিণপশ্চিম দিল্লির নাজাফগড়ে হয় ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভারতে চলতি বছর এ পর্যন্ত সফদরজংয়ের তামপাত্রাই সর্বোচ্চ ছিল।

এদিকে ভারতের আবহাওয়া অফিস বলেছে, সোমবার পাঞ্জাব ও হরিয়ানার উত্তরাঞ্চলের ওপর দিয়ে ধূলি ও বজ্রঝড় বয়ে যেতে পারে আর পাঞ্জাব ও হরিয়ানার বাকি অংশে এবং উত্তর প্রদেশ ও দিল্লির কিছু অংশেও এর প্রভাব পড়তে পারে।
সূত্র : এনডিটিভি, হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com