সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার ও পরশু সোমবার রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট ব্যতীত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেকে কোনো পর্যটক আসা-যাওয়াও সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এ ছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারি এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে রিসোর্ট মালিক সমিতিকে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে সব ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এই বিষয় সাজেকের কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, তারা উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা পেয়েছেন এবং সমিতির আওতাধীন মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব কটেজ-রিসোর্ট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য , সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙামাটির তিন উপজেলার কয়েকটি ইউনিয়নে ভোট হবে।
সূত্র : ইউএনবি