আগামী ২৮ জুনু বুধবার যুক্তরাষ্ট্রে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে পশু কোরবানির জন্য প্রবাসীদের ভরসা বাংলাদেশি গ্রোসারি ও সুপার মার্কেটগুলো। এক-দেড়মাস আগে থেকে শুরু হয় গ্রোসারিগুলোতে কোরবানির পশুর অর্ডার নেওয়া। অনেকে গ্রোসারি ছাড়াও সরাসরি স্লটার হাউজে যান কোরবানির পশু জবাই করতে। জ্যামাইকার মান্নান গ্রোসারি, ফাতেমা গ্রোসারি, কাওরান বাজার, বিসমিল্লাহ, সাটফিন বুলেভার্ডের একাধিক গ্রোসারি; জ্যাকসন হাইটসের মান্নান গ্রোসারি, খামার বাড়িসহ বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রোসারিতে কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে। দাম স্থির না করেই কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে এসব গ্রোসারিতে। তবে এবার গরুর মাংসের দাম কিছুটা বাড়তে পারে। কারণ গত সপ্তাহে এর দাম ৪০ সেন্ট করে বেড়েছে। এদিকে ঈদকে সামনে রেখে জ্যাকসন হাইটস এর ৩৭ এভিনিউ, ৭৩ স্ট্রিটের ফুটপাতের ওপর প্রতিদিনই বসছে দোকান। ঈদের কেনাকাটা সামনে রেখে প্রতি সপ্তাহান্তেই বাঙালিরা উপচে পরেন তাদের প্রিয় জ্যাকসন হাইটস-এ। নিউইয়র্কের আশেপাশের শহরগুলো থেকেতো বটেই, অনেক দূর দূরান্ত থেকেও বাঙালিরা চলে আসেন তাদের এক চিলতে বাংলাদেশ অর্থাৎ জ্যাকসন হাইটসে ঈদ-শপিং করতে।
যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঈদের দিন মুসলমানরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। বিভিন্ন ঈদের জামাতে নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, কুইন্স ভিলেজ, হলিস, সাউথ জ্যামাইকা, ওজন পার্ক, রিচমন্ড হিল, পারসন্স, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটনের বিভিন্ন মসজিদ এবং নিউইয়র্ক স্টেটের বিভিন্ন এলাকায় যেখানে মুসলিম কমিউনিটি ও মসজিদ আছে, সেখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হচ্ছে। নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, মিশিগান, নিউজার্সি, কানেক্টিকাটসহ মুসলিম-অধ্যুষিত স্টেট ও সিটিসমূহে ঈদের জামাতের আয়োজন করা হবে। কোথায়, কখন ঈদের জামাত জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকার টমাস এডিসন হাইস্কুলের মাঠে। সেখানে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এই জামাতে মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা রাখা হবে। ইতিমধ্যে সেখানে ঈদের নামাজের অনুমোদনও পাওয়া গেছে। যদি বৃষ্টি হয়, তাহলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। সে ক্ষেত্রে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো হবে সকাল ৮টা, ৯টা ও ১০টায়। এখানে পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে (৩৬ ও ৩৭ অ্যাভিনিউর মাঝে) জামাত হবে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নয়টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে জ্যামাইকার সুজান বি এন্থনির প্লেগ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাইরে হলে একটি জামাতে নামাজ হবে সকাল সাড়ে আটটায়। প্লে- গ্রাউন্ডে সকাল সাড়ে আটটায় জামাত হবে একটি। এ জন্য সব প্রস্ততিও নেওয়া হয়েছে। তবে বৃষ্টি হলে প্রস্তুতি রয়েছে মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করার। সে ক্ষেত্রে চারটি জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা এবং চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, জামাতে যেসব শিশু আসবে, তাদের জন্য থাকবে কটন ক্যান্ডি ও বেলুন। দারুল উলুম নিউইয়র্ক-এর ঈদের জামাত সকাল ৮ টায় পার্কিং লটে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে জামাতটি অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। সকাল ছয়টা থেকে জামাত শুরু হবে। এরপর প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম। এদিকে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ঈদের পরদিন স্বল্প আয়ের মানুষের মধ্যে এবং যারা কোরবানি দিতে পারবেন না, তাদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হবে। এই মাংস যারা বিতরণ করতে চান, তারা ঈদের পরদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্যাকসন হাইটসে মোহাম্মদী সেন্টারে কোরবানির মাংস দিতে পারবেন। ওজনপার্কের আল ফুরকান মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকাল আটটায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে তিনটি। সে ক্ষেত্রে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। দারুস সালাম মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। মসজিদের ভেতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকায় এই মসজিদের অবস্থান। এখানে ঈদের প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায় এবং চতুর্থ জামাত সকাল দশটায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ব্যতীত অন্য সব জামাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একটি জামাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে আটটা। বৃষ্টি হলে মসজিদের ভেতরে দুটি জামাতের ব্যবস্থা থাকবে। সেই হিসাবে প্রথম জামাত হবে সকাল আটটায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ওজন পার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। সেখানেও বিপুলসংখ্যক মানুষ জামাতে অংশ নেবেন। এ ছাড়া ওজন পার্কের ফুলতলী জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ব্রুকলিনে বায়তুল জান্না জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি না হলে সেখানে ঈদের জামাত হবে দুটি। একটি হবে মসজিদের ভেতরে। যারা কোরবানি দেবেন, তাদের জন্য এই জামাতের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া একটি জামাত হবে খোলা স্থানে। এটি হতে পারে সকাল সাড়ে আটটা অথবা নয়টায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে সবগুলো জামাত হবে। সে ক্ষেত্রে জামাত হবে পাঁচটি। নামাজ শুরু হতে পারে সকাল সাড়ে ছয়টায়। বায়তুল ইসলাম মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রঙ্কসে ঈদের জামাত শুরু হবে সকাল সাড়ে আটটায়। ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তিনটি। বৃষ্টি না হলে একটি বড় জামাত অনুষ্ঠিত হতে পারে। রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে জ্যামাইকায় সকল মুসলমানকে নামাজ আদায় করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গ্রীষ্মের (সামারে) তাপমাত্রা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে যাচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবটি কার্যকর হলে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতেই এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর জন্য বাড়তি বিলের বোঝা চেপে বসবে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষ এমনিতেই কঠিন অবস্থায় রয়েছে। বিদ্যুতের দাম বাড়লে তারে অবস্থা হবে আরো করুণ। ফলে অনিবার্যভাবেই মাথায় হাত পড়েছে তাদের। কুইন্সের অবসরপ্রাপ্ত পোস্টালকর্মী প্যাট বারবারিনি বলেন, ‘আমাকে এই বিলগুলো পরিশোধ করতে হবে! আর সবকিছুই বাড়ছে তো বাড়ছেনই! গাড়ি ইন্স্যুরেন্স বিল, মুদি দোকানি বিল, এখন ইউটিলি বিল।’ তিনি জানান, ‘সত্যি বলতে কী, আমার স্ত্রী যদি এখনো কাজ না করতেন, তবে আমাকে পুরো গ্রীষ্মে এসি বন্ধ রেখে জানালাগুলো খুলে রাখতে হতো।’ পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়বে, যদি রাজ্য কন এডিসন আগামী তিন বছরের বিদ্যুৎ বিল ১২ ভাগ বাড়ানোর প্রস্তাবটিতে সম্মতি দেয়। কুইন্সের আরেক বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেস্তোরাঁকর্মী, টমাস ক্যাস বলেন, ‘কনএড মনোপলি করছে। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই।’ প্রস্তাবিত বিদ্যুৎ বিলে ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে দাম বাড়ানোর কথা বলা হয়েছে। এটি কার্যকর হলে ফেব্রুয়ারিতে বিদ্যুৎ বিল বাড়বে ৩.৮ ভাগ। অর্থাৎ যারা আগে ৮৩.৫০ ডলার বিল দিতেন, ফেব্রুয়ারিতে দিতে হবে ৮৭ ডলার। আর ২০২৫ সাল নাগাদ তা বেড়ে হবে ৯৪ ডলার। গড় আমেরিকানরা মাসে ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে- এমন হিসাবকে সামনে রেখে এই ধারণা দেওয়া হয়েছে। তবে কমিশনের মুখপাত্র দাম বাড়ানো হবেই- এমন কিছু বলেননি। জেমস ডেন এ ব্যাপারে এখনো নীরব রয়েছেন। তিনি বলেন, কন এডিসনের বিল বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে প্রস্তাবিত মূল্য বৃদ্ধি নিউইয়র্কের মানুষের জন্য খুব বেশি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের পাবলিক ইউটিলিটি ল প্রজেক্টের নির্বাহী পরিচালক লরি উইলক।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম ঢাকায় গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন ঢাকায় অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গ্রেফতার হয়েছেন বলে
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মর্যাদাসম্পন প্রতিষ্ঠান নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়নস ক্লাব। গত ৯ বছর ধরে বিশ্বব্যাপী লায়নদের ঐতিহ্য ও মর্যাদার পতাকা বহন করে চলেছে সংগঠনটি। কমিউনিটিতে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রথম নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস। আগামী শনিবার (১ জুলাই) জামাইকার ওয়েক্সফোর্ড ট্যারেসের মেরি লুইস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত
আগামী ২৭ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন। শনিবার (১৭ জুন) থেকে শুরু হয়েছে আগাম ভোট। ভোটারগণ
নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজ্মুার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে ‘এলএফআই’ পেয়েছে বাংলাদেশী মালিবানাধীন।
নিউয়র্কের বাজারে মৌসুমী ফলের এখন ব্যাপক সরবরাহ। বিশেষ করে এশিয়ান ও বাংলাদেশী প্রজাতির ফলের ব্যাপক সরবরাহ এসেছে বাজারে। কিন্তু ফলের এ ভরা মৌসুমেও উচ্চ দাম নিয়ে অসন্তোস জানিয়েছেন ক্রেতারা। যদিও
বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক ‘এলএফআই’ হিসেবে মনোনীত হয়েছে। এ বিষয়ে বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল জানান, বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কন্ট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজ্মুার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত হওয়ায় আমরা গর্বিত। এটি একটি বড় অর্জন। তিনি বলেন, নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ-এর উপরোক্ত কর্মসূচির আওতায় ২০২০ সালের মার্চ মাসের পূর্বে যে সমস্ত হোমকেয়ার এজেন্সির গ্রাহক সংখ্যা একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে সক্ষম হয়েছিল, সে সকল হোম কেয়ার প্রতিষ্ঠানকেই লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে মনোনীত করা হয়েছে। যে সকল হোমকেয়ার (সিডিপ্যাপ) এজেন্সি উপরোক্ত গ্রাহক সীমা অতিক্রম করতে সক্ষম হয়নি সে সকল প্রতিষ্ঠানকে লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (এলএফআই) হিসেবে চিহ্নিত হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করতে হবে। সংকুচিত বাজেট এবং পর্যাপ্ত জনবলের অভাবে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ হোমকেয়ার প্রতিষ্ঠান সমূহকে যথাযথ তদারকির জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কন্ট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির প্রবর্তন করেছে।